প্রতিবেশী দেশ নেপাল ও ভারতের পর এবার ঐতিহাসিক সিদ্ধান্ত নিল ভুটান । এশিয়ার ক্ষুদ্রতম এই দেশে এবার বৈধতা পেতে চলেছে সমলিঙ্গের সম্পর্ক। বৃহস্পতিবার ভুটানের দুই সংসদের যৌথ বৈঠকে অনুমোদিত হয় নতুন বিল। দণ্ডবিধি ২১৩ এবং ২১৪ নম্বর ধারা অনুযায়ী সমকামিতাকে ‘অপ্রকৃতস্থ যৌনতা’ হিসাবেই বিবেচিত হত ভুটানে। নতুন বিলে সেই ধারাই সংশোধন হতে চলেছে এবার। উভয় সংসদের ৬৯ সদস্যের মধ্যে ৬৩ জন সদস্য উপস্থিত ছিলেন যৌথ বৈঠকে। তাঁদের মধ্যে প্রত্যেকেই আইন সংশোধনের সম্মতি দিয়েছেন । তবে যৌথ সম্মেলনের চেয়ারপারসন উগেন ওয়াংড়ি, স্বাক্ষর করলেও এই বিল আইন হওয়ার জন্য অনুমোদন পেতে হবে ভুটানের রাজার থেকে। সম্প্রতি সেই আবেদন নিয়েই রাজদরবারে হাজির হয়েছেন সাংসদরা।
এই বিল অনুমোদনের ফলে বাতিল হয়ে যাবে সমকামিতা বিরোধী সমস্ত বিধিনিষেধ এবং সমকামীরা মুক্তি পাবে ‘অপরাধী’তকমা থেকে । প্রায় দেশেই সমকামীদের অধিকারের জন্য আদালতের দারস্থ হতে হয়েছে কিন্তু ভুটানের সংসদেই সমকামীদের অধিকারের পক্ষে নিরঙ্কুশ বিজয় এসেছে । যা এই অঞ্চলে একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে । ফলে এই অঞ্চলের LGBTQI+ অধিকার কর্মীরা নতুন আশার আলো দেখতে পাচ্ছেন ।
তথ্যসূত্রঃ Bhutan parliament decriminalizes homosexuality, to delight of activists