লেখা প্রকাশের নীতিমালা ও প্রাইভেসী পলিসি
- নবপ্রভাত বাংলাদেশী প্রান্তিক LGBTQI+ সম্প্রদায়ের সংগঠন এবং www.noboprobhaat.org এই সংগঠনের অফিসিয়াল ওয়েবসাইট । নবপ্রভাত বিশ্বাস করে গঠনমূলক লেখা একটি সমাজ পরিবর্তনের মূল হাতিয়ার । তাই নবপ্রভাত LGBTQI+ (সমকামী, উভাকামী, রুপান্তরকামী, ক্যুইয়ার, আন্তঃলিঙ্গ) সম্প্রদায়কে নিয়ে গঠনমূলক সব রকম লেখা প্রকাশ করবে ।
- নবপ্রভাতে প্রকাশিত সকল আর্টিকেল এর মূল ভাষা অবশ্যই বাংলায় অথবা ইংরেজিতে হতে হবে । বাংলার মধ্যে ইংরেজী এবং ইংরেজির মধ্যে বাংলা মেশানো যাবে । তবে যেসব ইংরেজি শব্দের বাংলা অর্থ বা বাংলা শব্দের ইংরেজি অর্থ পাওয়া যায় না সেক্ষেত্রে বাংলার মধ্যে সেই ইংরেজি শব্দ এবং ইংরেজির মধ্যে সেই বাংলা শব্দ ব্যবহার করা যাবে ।
- ইংরেজি হরফ দিয়ে বাংলা (বাংলিশ), অথবা বাংলা ভাষার অহেতুক বিকৃত করে এমন কোন লেখা প্রকাশ করা হবে না।
- আর্টিকেল লেখার সময় টেকনিক্যাল টার্মগুলোর অহেতুক বাংলা প্রতিশব্দ ব্যবহার থেকে বিরত থাকুন। কোন ট্রার্মের বহুল ব্যবহৃত পরিভাষা থাকলে সেটি ব্যবহার করার চেষ্টা করুন।
- বিভিন্ন সংবাদ পত্রিকা, সংবাদ মাধ্যম, কমিউনিটি ব্লগ, উইকিপিডিয়া থেকে খবর, সংবাদ, তথ্য বা অন্য লেখা সরাসরি কপি করে লিখলে নবপ্রভাত সেই লেখা প্রকাশ করবে না । তবে রেফারেন্স বা তথ্য সূত্র হিসেবে ব্যবহার করা যাবে ।
- অর্ধেক লেখা লিখে বাকিটুকু পড়তে নিজের ব্লগ বা অন্য কারো ব্লগ এর লিংক দেয়া যাবে না।
- আর্টিকেল লিখে ডাউনলোড করার জন্য নিজের ব্লগে বা অন্য কোন ব্লগের ঠিকানা দেওয়া যাবে না।
- নিজের লেখা নয় এরকম, অন্য কোন ব্লগ থেকে বা অন্য ব্লগারের বা অন্যের লেখা বা অন্য কোন উৎস থেকে হুবহু বা আংশিক কপি পেস্ট করে বা নিজের নামে চালিয়ে দিতে চাইলে তা প্রকাশ করা হবে না।
- নিজের লেখা বা নিজের ব্যক্তিগত ব্লগ বা পেজের প্রকাশিত লেখা যা আগে প্রকাশিত হয়েছিল সেটি লেখক নিজের সম্মতিতে নবপ্রভাতে প্রকাশ করতে চাইলে তা প্রকাশ করা হবে । একজনের লেখা অন্য কেউ অনুমতি ছাড়া প্রকাশ করতে পারবে না ।
- কোন রকমের এ্যাডসেন্স বা এফিলিয়েট জাতীয় এ্যাড ও লিংক এবং এফিলিয়েট লিংক দিয়ে করা সর্টলিংক (Short Link) দিয়ে কোন লেখা প্রকাশ করা হবে না।
- লেখায় এমন কোন লিংক, সাইট ও ব্লগের ঠিকানা ও লিংক ব্যবহার করা যাবে না যাতে এফিলিয়েট জাতীয় এ্যাড ও লিংক বা এফিলিয়েট ফাইল হোস্টের লিংক অবস্থান করে।
- জনস্বার্থে নয় শুধু মাত্র ব্যবসায়িক উদ্দেশ্যে এমন কোন বিজ্ঞাপনী মূলক লেখা প্রকাশ করা হবে না। প্রতিষ্ঠানের বা পণ্যের উদ্দেশ্য এবং কার্যক্রমের সঠিক ও পূর্ণ বিবরণ দিয়ে পোস্ট করা যাবে এবং তা অবশ্যই জন স্বার্থে হতে হবে।
- পর্ণগ্রাফি, অশ্লীল এবং অনৈতিক কোন লেখা প্রকাশ করা হবে না।
- কপিরাইট আইন ভঙ্গ করে এমন কোনো কিছু যেমন: ছবি, তথ্য ও লেখা প্রকাশ করা হবে না।
- অশ্লীল, কুরুচিপূর্ণ, অপমানজনক, উস্কানিমূলক বা আপত্তিকর, অশালীন ইঙ্গিতপূর্ণ কোনো শব্দ বা বাক্য লেখার মধ্যে ব্যবহার করলে তা প্রকাশ করা হবে না।
- কোন চটি গল্প প্রকাশ করা হবে না ।
- লেখার বিষয়বস্তু সাথে মিল রেখে প্রচ্ছদ হিসেবে ছবি কিংবা গ্রাফিক্স দিতে হবে ( যদি থাকে) । দিতে না পারলে নবপ্রভাত কর্তৃপক্ষ নিজে থেকে একটি প্রচ্ছদ ছবি বা গ্রাফিক্স যুক্ত করবে ।
মন্তব্য সংক্রান্ত
- কাউকে গালিগালাজ অথবা ব্যক্তিগতভাবে আক্রমণ করা যাবে না।
- অশ্লীল, কুরুচিপূর্ণ, অপমানজনক, উস্কানিমূলক বা আপত্তিকর, অশালীন ইঙ্গিতপূর্ণ কোনো শব্দ বা বাক্য ব্যবহার করা যাবে না।
- মন্তব্যের আইনগত বা অন্য কোনো দায়দায়িত্বনবপ্রভাত বহন করে না।