Conference of Local LGBTQI + Leaders:
A conference was organized on 18th June 2018, with the participation of LGBTQI+ leaders of Bangladesh. The conference was held in the Dhanmondi area of Dhaka district. The meeting was attended by 30 local LGBTQI+ leaders and 50 LGBTQI+ community members. These participating leaders have been working for a long time to advance the LGBTQI+ community in their own areas. In that meeting problems of marginalized LGBTQI+ community were highlighted and the necessity of establishing a strong national organization to address the issues was discussed. At this conference Mr. Yasin Ali presented the constitution of the organization. At that meeting, based on the views of all the participants, the official inauguration of the organization was announced on 20th June, 2018. The organization was named Noboprobhaat. Which is also known as NP for short.
District Based Workshop:
On 5th July 2018, Noboprobhaat took the initiative to arrange a nationwide workshop to organize the LGBTQI+ community. To make this initiative a success, the members of the Central Committee of the organization were sent as representatives to the district-based workshops.
-
- On 6th July 2018, a workshop was organized at the initiative of Dhaka District Branch. The workshop was attended by over half a hundred members of the LGBTQI+ community.
- On 10th August 2018, a workshop was organized in Bogra. 20 members of the LGBTQI+ community of Bogra participated in this workshop.
- On 8th September 2018, a workshop was organized in Rangpur city. The workshop was attended by 23 LGBTQI+ community members from different police stations and districts of Rangpur.
- On 15th October 2018, a workshop was organized in Barisal city. The General Secretary of Noboprobhaat was sent as a representative to this workshop. The workshop was attended by 16 members of the LGBTQI+ community from Barisal.
- On 10th November 2018, a workshop was organized in Gazipur. The workshop was attended by 70 members of the LGBTQI + community.
- On 25th December 2018, a workshop was organized in Narsingdi.
Campaign Against Homophobia on Campus:
On 5 January 2019, an initiative was launched to arrange a “Campaign Against Homophobia” on university campuses to prevent homophobia in the campus.
-
- On 20th February 2019, a campaign against homophobia was organized at Bogra Azizul Haque College Campus. 17 students of the college participated in this campaign. The event discussed the prevailing prejudices against homosexuals and called on the youth to move forward to prevent discrimination by ignoring the prejudices.
- On 18th March 2019, a campaign against homophobia was organized on the campus of Carmichael College, Rangpur.
- On 10th May 2019, a campaign against homophobia was organized on the campus of Dhaka University.
Winter clothes Distribution Project:
On 24th January 2019, blankets, sweaters, socks, and hats were distributed to 20 destitute and poor people in Rangpur district on an initiative taken by Noboprobhaat. This social welfare program seeks to reduce public animosity towards the LGBTQI+ community.
Celebrating the death anniversary of Xulhaz Mannan and Mahbub Rabbi Tonoy:
On 25th April 2016, Bangladeshi LGBTQI + rights activists Xulhaz Mannan and Mahbub Rabbi Tonoy were hacked to death by an Islamic terrorist group. But even after a long time, there was no trial for this murder. Commemorating their sacrifice and demanding justice for the murder, domestic rallies were held in Rangpur, Dhaka, Bogra, and Barisal districts on 25th April 2019, and posters were hung demanding justice for the murder at the end of the rally.
Celebrating World AIDS Day:
Noboprobhaat celebrated World AIDS Day on 1st December 2019, in collaboration with ACT UP LONDON at Suhrawardy Uddan, Dhaka. 65 LGBTQI+ youths participated in it.
Winter Clothing Distribution Project:
On 25th January 2020, under the initiative of Noboprobhaat, blankets were distributed among 120 destitute and poor people in Rangpur district. The LGBTQI+ community’s relationship with the public is further strengthened through these activities.
A petition was signed demanding justice for Xulhaz Mannan and Tonoy:
On 25th April 2020, Noboprobhaat mailed a petition letter to Bangladesh Home Ministry, US embassy, British High Commission in Bangladesh and Canadian High Commission in Bangladesh demanding justice for Xulhaz Mannan and Mahbub Rabbi Tonoy and to reform discriminatory laws against the LGBTQI+ community. Noted that the mailed letter was signed by 200 individuals and organizations.
Organizing online-based workshops:
Three online-based awareness workshops on gender-based violence were organized at Corona (Covid 19) Lockdown.
Providing mental health services:
Many LGBTQI+ community members suffer from mental health problems for a variety of reasons. At the initiative of Noboprobhaat, mental health supports have been provided to 50 such people. Additionally, in order to improve the mental health of these members, a refreshment program was organized to pay a visit to Dhaka National Zoo in 2019 and Hatirjheel in 2020.
Conservation and promotion articles:
To prevent homophobia, biphobia, and transphobia, Noboprobhaat regularly collects 20 categories of articles including awareness articles, stories, poems and publishes them on Noboprobhaat pages and websites. Also organizes literary competitions for LGBTQI+ writers.
Emergency Relief:
The long pandemic because of Covid-19 affects people all over the world. Many members of the marginalized LGBTQI+ communities face difficult situations due to the lockdown. To address this situation, Noboprobhaat took the initiative to provide relief to members of the LGBTQI+ community. On 1 June 2020, Noboprobhaat provided emergency relief to 75 LGBTQI+ members.
Training on develop Networking and Communication skill:
On the occasion of International Youth Day, Noboprobhaat, Inclusive Bangladesh and Somota Foundation jointly organized training to develop the networking and communication skills of the youth. This 1-day virtual training was organized on 15th August 2020. The name of this training is “Rangai Vubon”. This training taught young people the techniques of networking and working with social organizations.
“OneDayOneStruggle” Campaign Launched:
On 9th November 2020, Noboprobhaat, Inclusive Bangladesh, and Somota Foundation jointly launched a month-long #OneDayOneStruggle Campaign. The celebration is titled “#ForebearingBodies”. The celebration spreads awareness about the sexual and physical rights of transgender people. This was followed by a video series; a virtual conversation with an intersex rights activist. Moreover, a zine (small book with photos) was published to raise awareness about intersex people. Every year on 9th November, the Coalition for Sexual and Bodily Rights in Muslim Societies (CSBR) organizes the International OneDayOneStruggle Campaign.
UN Human Rights Mechanism Training:
In collaboration with COC Netherland and ILGA Asia, Noboprobhaat and Inclusive Bangladesh organized UN Human Rights Mechanism training for the LGBTQI+ community. 110 people from all over Bangladesh registered for the training. 56 people were selected for training. Virtual training is organized from 13th November, 2020 to 05 December, 2020. After the training all the participants were taken MCQ test. Certificates were awarded to 56 participants who passed the examination successfully.
Employment for Marginalized SOGIESC Communities
The SOGIESC communities in Bangladesh have been severely affected and faced violence at Covid-19. Many lose their jobs. With the financial support from OutRight Action International, Noboprobhaat implemented the “Employment for Marginalized SOGIESC Communities” project. Under this project, 42 people from the SOGIESC community are being trained in sewing and garment making by skilled trainers. Trainees are being taught business models to become self-reliant. Arrangements have been made to provide sewing machines to the skilled trainees at the end of the training. We hope that through this project, the Bangladeshi SOGIESC community will achieve and develop skills, employment, and be self-employed.
স্থানীয় LGBTQI+ নেতাদের মতবিনিময় সভা:
২০১৮ সালের ১৮ জুন বাংলাদেশের LGBTQI+ নেতাদের অংশগ্রহণে একটি মতবিনিময় সভা আয়োজন করা হয় । ঢাকা জেলার ধানমন্ডি এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ৩০ জন স্থানীয় LGBTQI+ নেতা এবং ৫০ জন LGBTQI+ সম্প্রদায়ের সদস্য । অংশগ্রহণকারী এই নেতারা তাদের নিজস্ব এলাকায় LGBTQI+ সম্প্রদায়ের অগ্রতির লক্ষ্যে দীর্ঘ দিন থেকে কাজ করে যাচ্ছেন। এই মতবিনিময় সভায় প্রান্তিক LGBTQI+ সম্প্রদায়ের সমস্যাগুলো তুলে ধরা হয় এবং সমস্যাগুলো মোকাবেলায় একটি জাতীয় ভিত্তিক শক্তিশালী ও সার্বজনীন সংগঠন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয় । এই মতবিনিময় সভায় জনাব ইয়াছিন আলী সংগঠনের গঠনতন্ত্র তুলে ধরেন । এই সভায় অংশগ্রহণকারী সকলের মতামতের ভিত্তিতে ২০১৮ সালের ২০ শে জুন সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধনের ঘোষণা দেয়া হয়। এই সংগঠনের নামকরণ করা হয় নবপ্রভাত। যা সংক্ষেপে এনপি নামেও পরিচিত।
সারাদেশব্যাপী জেলা ভিত্তিক কর্মশালা:
৫ জুলাই ২০১৮ সালে, LGBTQI+ সম্প্রদায়কে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশব্যাপী কর্মশালা আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয় । এই উদ্যোগ সফল করার জন্য জেলা ভিত্তিক আয়োজিত কর্মশালাগুলোতে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্যদের প্রতিনিধি হিসেবে পাঠানো হয় ।
- ৬ জুলাই ২০১৮ সালে, ঢাকা জেলা শাখার উদ্যোগে একটি কর্মশালা আয়োজন করা হয় । এই কর্মশালায় উপস্থিত ছিলেন অর্ধ শতাধিক LGBTQI+ কমিউনিটির সদস্য ।
- ১০ আগস্ট ২০১৮ সালে, বগুড়ায় কর্মশালা আয়োজন করা হয় । এই কর্মশালায় বগুড়ার ২০ জন LGBTQI+ সম্প্রদায়ের সদস্য অংশগ্রহণ করেন ।
- ৮ সেপ্টেম্বর ২০১৮ সালে, রংপুর শহরে একটি কর্মশালা আয়োজন করা হয় । এই কর্মশালায় রংপুরের বিভিন্ন থানা ও জেলাগুলো থেকে ২৩ জন LGBTQI+ সম্প্রদায়ের সদস্য যোগদান করেন ।
- ১৫ অক্টোবর ২০১৮ সালে, বরিশাল শহরে একটি কর্মশালা আয়োজন করা হয় । এই কর্মশালায় নবপ্রভাত এর সাধারণ সম্পাদকে প্রতিনিধি হিসেবে পাঠানো হয় । কর্মশালায় বরিশালের ১৮ জন LGBTQI+ সম্প্রদায়ের সদস্য যোগদান করেন ।
- ১০ নভেম্বর ২০১৮ সালে, গাজিপুরে কর্মশালা আয়োজন করা হয় । এই কর্মশালায় ৭০ জন LGBTQI+ সম্প্রদায়ের সদস্য অংশগ্রহণ করেন ।
- ২৫ ডিসেম্বর ২০১৮ সালে, নরসিংদিতে একটি কর্মশালা আয়োজন করা হয় ।
ক্যাম্পাসে সমকামী বিদ্বেষ বিরোধী ক্যাম্পেইন:
৫ জানুয়ারি ২০১৯ সালে, দেশের শিক্ষাঙ্গনগুলোতে সমকামী বিদ্বেষ প্রতিরোধের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে “সমকামী বিদ্বেষ বিরোধী ক্যাম্পেইন” আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়।
- ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারী, বগুড়া আজিজুল হক কলেজ ক্যাম্পাসে সমকামী বিদ্বেষ বিরোধী ক্যাম্পেইন আয়োজন করা হয় । এই ক্যাম্পেইনে উক্ত কলেজের ১৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন । উক্ত আয়োজনে সমকামীদের বিরুদ্ধে প্রচলিত কুসংস্কারগুলো নিয়ে আলোচনা করা হয় এবং যুব সমাজকে কুংস্কার পরিহার করে বৈষম্য প্রতিরোধে সবাই এগিয়ে আসার আহব্বান জানানো হয় ।
- ২০১৯ সালের ১৮ মার্চ, রংপুর কারমাইকেল কলেজ ক্যাম্পাসে হোমোফোবিয়া বিরোধী ক্যাম্পেই পরিচালনা করা হয়।
- ২০১৯ সালের ১০ মে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হোমোফোবিয়া বিরোধী ক্যাম্পেই পরিচালনা করা হয়।
শীত বস্ত্র বিতরণ প্রকল্প:
২৪ জানুয়ারী ২০১৯ সালে নবপ্রভাত এর উদ্যোগে রংপুর জেলায় ২০ জন শীতার্থ দুস্থ ও দরিদ্র ব্যক্তিকে কম্বল ,সুয়েটার, মোজা, টুপি প্রদান করা হয় । সমাজকল্যাণমূলক এই কার্যক্রমের মাধ্যমে LGBTQI+ সম্প্রদায়ের প্রতি জনসাধারণের বিদ্বেষ দৃর করার চেষ্টা করা হয় ।
জুলহাজ মান্নান ও মাহবুব রাব্বি তনয় মৃত্যুবার্ষিকী পালন:
২০১৬ সালের ২৫ এপ্রিল বাংলাদেশী LGBTQI+ অধিকারকর্মী জুলহাজ মান্নান ও মাহবুব রাব্বি তনয়কে একটি ইসলামী জঙ্গি গোষ্ঠি হত্যা করে । কিন্তু দীর্ঘদিন পরেও এই হত্যাকান্ডের কোন বিচার হয় নি । তাদের স্মরণে ও হত্যার বিচারের দাবিতে ২০১৯ সালের ২৫ এপ্রিল রংপুর, ঢাকা, বগুড়া ও বরিশাল জেলায় ঘরোয়া সমাবেশ করা হয় এবং সমাবেশ শেষে হত্যাকান্ডের বিচারের দাবি জানিয়ে পোষ্টার টাঙ্গানো হয় ।
বিশ্ব এইডস দিবস পালন:
২০১৯ সালে ১লা ডিসেম্বর ACT UP LONDON এর সহযোগিতায় ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বিশ্ব এইডস দিবস উৎযাপন করা হয় । ৮৫ জন LGBTQI+ যুবক-যুবতী এতে অংশগ্রহণ করেন ।
শীত বস্ত্র বিতরণ প্রকল্প:
২৫ জানুয়ারী ২০২০ সালে নবপ্রভাত এর উদ্যোগে রংপুর জেলায় ১২০ জন শীতার্থ দুস্থ ও দরিদ্র ব্যক্তির মাঝে কম্বল বিতরণ করা হয় । এতে সমাজের অন্যান্ন জনসাধারণের সাথে LGBTQI+ সম্প্রদায়ের সম্পর্ক আরও দৃঢ় হয় ।
জুলহাজ মান্নান ও তনয় হত্যার বিচারের দাবিতে স্বাক্ষর গ্রহণ:
২০২০ সালের ২৫ এপ্রিল জুলহাজ মান্নান ও তনয় হত্যার বিচার এবং LGBTQI+ সম্প্রদায়ের প্রতি বৈষম্যমূলক আইনের সংশোধন চেয়ে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমেরিকার বাংলাদেশ দূতাবাস, ব্রিটেনের বাংলাদেশ দূতাবাস এবং কানডার বাংলাদেশ দূতাবাসে ইমেলের মাধ্যমে চিঠি পাঠানো হয় । উল্লেখ্য যে এই চিঠিতে ২০০ ব্যক্তি ও প্রতিষ্ঠান স্বাক্ষর করেন ।
অনলাইন ভিত্তিক কর্মশালা আয়োজন:
করোনা (কোভিড ১৯) লকডাউনে লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধে অনলাইন প্লাটফর্ম এর মাধ্যমে তিনটি সচেতনমূলক অনলাইন ভিত্তিক কর্মশালা আয়োজন করা হয় ।
মানসিক স্বাস্থ সেবা প্রদান:
বিভিন্ন কারণে অনেক LGBTQI+ সম্প্রদায়ের সদস্য মানসিক সমস্যায় ভোগেন । নবপ্রভাত এর উদ্যোগে এ রকম ৫০ জন ব্যক্তিকে মানসিক স্বাস্থ সেবা প্রদান করা হয়েছে । এছাড়াও মানসিক স্বাস্থের উন্নতির লক্ষ্যে ২০২৯ সালে ঢাকা জাতীয় চিড়িয়াখানায় ও ২০২০ সালে হাতিরঝিল ভ্রমণ করা হয় ।
প্রবন্ধ সংরক্ষণ ও প্রচার:
সমকামী, উভকামী এবং রুপান্তরকামী বিদ্বেষ প্রতিরোধে নবপ্রভাত নিয়মিত সচেতনমূলক প্রবন্ধ, গল্প, কবিতাসহ ২০ ক্যাটাগরির লেখা সংগ্রহ করে এবং নবপ্রভাত পেজ ও ওয়েববসাইটে প্রচার করে । এছাড়াও LGBTQI+ লেখকদের জন্য সাহিত্য প্রতিযোগিতা আয়োজন করে ।
করোনা দূর্যোগ মোকাবেলায় জরুরী ত্রাণ সহায়তা:
করোনা মহামারিতে সারা বিশ্বের মানুষ ক্ষতিগ্রস্থ হয় । লকডাউনের কারণে প্রান্তিক LGBTQI+ সম্প্রদায়ের অনেক সদস্যই কঠিন পরিস্থিতির সম্মুখিন হয় । এই পরিস্থিতি মোকাবেলায় নবপ্রভাত LGBTQI+ সম্প্রদায়ের সদস্যদের ত্রাণ সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করে । ১ জুন ২০২০ ইং তারিখে নবপ্রভাত ৭০ জন LGBTQI+ সদস্যকে জরুরী ত্রাণ সহায়তা প্রদান করে ।
নেটওয়ার্কিং ও যোগাযোগ বিষয়ক প্রশিক্ষণ:
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে যুবকদের নেটওয়ার্কিং ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নবপ্রভাত, ইনক্লুসিভ বাংলাদেশ ও সমতা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে প্রশিক্ষণ আয়োজন করে । ১দিনের ভার্চুয়াল এই প্রশিক্ষণটি ১৫ই আগষ্ট ২০২০, আয়োজন করা হয়। এই প্রশিক্ষণের নাম “রাঙাই ভুবন” । এই প্রশিক্ষণে যুবকদের নেটওয়ার্কিং ও সামাজিক সংগঠনের সাথে কাজ করার কৌশল শেখানো হয় ।
“OneDayOneStruggle” ক্যাম্পেইন উৎযাপন:
৯ নভেম্বর ২০২০, নবপ্রভাত, ইনক্লুসিভ বাংলাদেশ এবং সমতা ফাউন্ডেশন যৌথ উদ্যোগে এক মাস ব্যাপি OneDayOneStruggle” ক্যাম্পেইন উৎযাপন করে । এই উৎযাপনের শিরোনাম দেয়া হয় “শরীরিনিবর্তন” বা “ForebearingBodies” । এই উৎযাপনে আন্তঃলিঙ্গের ব্যক্তিদের যৌন ও শারীরিক অধিকারগুলির ব্যপারে সচেতনতা তৈরী করা হয় । এজন্য একটি ভিডিও সিরিজ করা হয়, একজন আন্তঃলিঙ্গের অধিকারকর্মীর সাথে ভার্চুয়াল কথোপকথন আয়োজন করা হয় এবং আন্তঃলিঙ্গের ব্যক্তিদের নিয়ে একটি যাইন প্রকাশ করা হয় । প্রতি বছর ৯ নভেম্বর Coalition for Sexual and Bodily Rights in Muslim Societies (CSBR) আন্তর্জাতিক OneDayOneStruggle ক্যাম্পেইন প্রচারের আয়োজন করে।
UN Human Rights Mechanism প্রশিক্ষণ:
COC Netherland এবং ILGA Asia -র সহযোগিতায় নবপ্রভাত এবং ইনক্লুসিভ বাংলাদেশ এলজিবিটিকিউআই + সম্প্রদায়ের জন্য “UN Human Rights Mechanism” প্রশিক্ষণের আয়োজন করে। এতে সারা বাংলাদেশ থেকে ১১০ জন প্রশিক্ষণের জন্য নিবন্ধন করেন। প্রশিক্ষণের জন্য ৫৬ জনকে বাছাই করা হয়। ভার্চুয়াল প্রশিক্ষণের আয়োজন করা হয় ১৩ই নভেম্বর, ২০২০ থেকে ০৫ ডিসেম্বর, ২০২০ পর্যন্ত। প্রশিক্ষণ শেষে সকল অংশগ্রহণকারীর এমসিকিউ পরীক্ষা গ্রহণ করা হয়। সফলভাবে পরীক্ষায় উত্তীর্ণ ৫৬ জন অংশগ্রহণকারীকে সার্টিফিকেট প্রদান করা হয়।