লেখক: মাসুদ রানা
দেখতে দেখতে জীবনে আরেক বসন্ত আসলো। প্রথম বসন্তের দিন কি করে কবে শুরু হয়েছিলো তা কিন্তু সত্যি মনে নেই। তবে প্রথম প্রেমিককে যেদিন ছুঁয়েছিলাম সেদিন বুঝেছিলাম বসন্তের আগমন কি মধুর! কতটা আদরে প্রেম আসে, কতটা স্নেহ আর উষ্ণতায় মনের মাঝে প্রেম ও বিরহের বাঁশি বেজে উঠে। এরপর কাঠ-ফাটা রোদ্দুর আর বসন্তের আগমন…
